অস্ট্রেলিয়ার ভিসা অফিস ঢাকায় স্থানান্তরের অনুরোধ
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২
বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
০৬ সেপ্টেম্বর (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করেন ড. মোমেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় আবারও স্থানান্তরের অনুরোধ জানান। অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশে ‘ট্রাভেল অ্যাডভাইস’পুনঃপর্যালোচনা করার আহবান জানান তিনি। সেই সাথে বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে অস্ট্রেলিয়ার সহযোগিতা আশা করেন তিনি। বৈঠকে বাংলাদেশের ইকোনোমিক জোনে অস্ট্রেলিয়াকে বিনিয়োগের আহবান জানান তিনি।
একই সঙ্গে, ঢাকা-অস্ট্রেলিয়া সরাসরি কার্গো ফ্লাইটও শুরু করার আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।