জাতিসংঘ উইমেন গিল্ডের প্রেসিডেন্ট হলেন রানু ফেরদৌস

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৯:০০

জাগরণীয়া ডেস্ক

জাতিসংঘ উইমেন গিল্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি-আমেরিকান রানু ফেরদৌস।

নিউ ইয়র্কের স্থানীয় সময় গত ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। রানু ফেরদৌস দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় যাবত এই সংগঠনের সাথে কাজ করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ দুই বছরের। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ উইমেন গিল্ড। যুদ্ধ পরবর্তী সময়ে অনাথ, দরিদ্র ও আহত শিশুদের এই স্বেচ্ছাসেবী সংস্থাটি শুরুর দিকে খুব ছোট পরিসর নিয়ে শুরু করলেও বর্তমানে এর বিস্তৃতি সারাবিশ্বে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত