অবহেলিত মানুষের পাশে আলোকিত প্রজন্ম

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১৬:৪৪

জাগরণীয়া ডেস্ক

ইমো লাইভের মাধ্যমে গড়ে উঠা প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত প্রজন্মের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমো লাইভের মাধ্যমে সভায় দেশের বিভিন্ন অঞ্চলের পথ শিশু, অসহায় হত দরিদ্র, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার সিদান্ত হয়। এছাড়া সংগঠনের কাজ আরো গতিশীল রাখার প্রত্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার হাওলাদার বাড়ি পাঞ্জাগানা মসজিদের অজুখানা নির্মাণ ও ঢাকা মেরুল বাড্ডায় এক অসুস্থ মায়ের নিয়মিত চিকিৎসা খরচ চালিয়ে যাবারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৩০ আগস্ট (বৃহস্পতিবার) সভার সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য নিলয় হাসান। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সৌদী প্রবাসী শামীম খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক ফয়সল।

সভায় সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক ফয়সল বলেন, সংগঠনটির কাজ আরো দ্রুত এগিযে নেওয়ার লক্ষ্যে প্রবাসে বসে লাইভের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি। সারা বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশীরা লাইভের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য অবহেলিত শিশু, নারী, দরিদ্রদের পাশে দাঁড়ানো।

লাইভ সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সদস্য সৌদী প্রবাসী নুর আলম, শিপন, লা‌কি, নদী, রা‌বেয়া, স্বপ্না, গোলাম মাওলা, মামুন, বাচ্চু, শাহদাত, রমজান ইতালী প্রবাসী শাহ জাহান, ওমান থে‌কে রাজু, আরিফসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত