বর্ষসেরা মানবতাবাদী রিহান্না
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৩৯
বর্ষসেরা মানবতাবাদীর সম্মান পাচ্ছেন পপ তারকা রিহান্না। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বার্বাডোজের এই শিল্পীকে এই সম্মাননায় ভূষিত করবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি এই সম্মাননা গ্রহণ করতে হার্ভার্ডে যাবেন রিহান্না।
হার্ভাড বিশ্ববিদ্যালয় প্রতিবছর আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানবতাবাদী তারকাদের এই সম্মাননা দিয়ে থাকে। বিগত বছরগুলোতে এই সম্মাননার অধিকারী হয়েছেন মালালা ইউসুফজাই, কৈলাশ সত্যার্থী, কফি আনানদের মতো ব্যক্তিরা। এবারে তারা এজন্য মনোনীত করেছেন রিহান্নাকে।
দীর্ঘদিন ধরেই মানবতাবাদী নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ‘আমব্রেলা’ খ্যাত রিহান্না। স্তন ক্যান্সার নিরাময়ের জন্য বার্বাডোজের কুইন এলিজাবেথ হাসপাতালে তার অর্থায়নে গড়ে উঠেছে একটি অঙ্কোলজি এবং নিউক্লিয়ার মেডিসিন সেন্টার।
এছাড়াও রিহান্না প্রতিষ্ঠা করেছেন ক্লারা অ্যান্ড লায়োনেল স্কলারশিপ ফাউন্ডেশন, যার মাধ্যমে প্রতিবছর অসংখ্য ক্যারিবীয় শিক্ষার্থী বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পায়।