বাংলাবিদ মঞ্চ কাঁপালেন মেয়েরা, সেরাদের সেরা দেবস্মিতা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:৫৩

জাগরণীয়া ডেস্ক

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আয়োজনে বাংলা ভাষায় নিজের দক্ষতা প্রমাণ করে সেরাদের সেরা হয়েছেন দেবস্মিতা সাহা। প্রথম রানারআপ কারিন আশরাফ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন সাদিয়া আফরোজ। 

এবারের আয়োজনে ১ম, ২য়, ৩য় তিনটি পুরস্কারই মেয়েরা ঘরে তুলেছে।

৫ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারা দেশের ৫৩ হাজার প্রতিযোগী থেকে বাছাই করা সেরা ৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনালে। এদের মধ্যে সেরা বাংলাবিদ হন চট্টগ্রামের মেয়ে দেবস্মিতা সাহা। প্রথম বিজয়ী পেয়েছে ১০ লাখ টাকার মেধা বৃত্তি। প্রথম রানারআপ হয়েছে ঢাকার কারিন আশরাফ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে রংপুরের সাদিয়া আফরোজ অন্তু।  প্রথম রানারআপ তিন লাখ ও দ্বিতীয় রানারআপ দুই লাখ টাকার মেধাবৃত্তি পেয়েছে।

চূড়ান্ত পর্বের অন্য তিন প্রতিযোগী হলো আফিয়া ইবনাত শুচি, এহসানুল কাদির শান্ত ও ধ্রুব মণ্ডল। সেরা ১০ বাংলাবিদ পেয়েছেন জন পেয়েছে একটি করে ল্যাপটপ, বই ও বইয়ের আলমারি।

এই আয়োজনে বিচারক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর এবং নাট্যজন ত্রপা মজুমদার। 

‘বাংলায় জাগো ভরপুর’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মত আয়োজন করা হলো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’প্রতিযোগিতার। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত