মৎস্য পদক পাচ্ছেন নড়িয়ার নির্বাহী কর্মকর্তা

প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ২৩:০৪

জাগরণীয়া ডেস্ক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন মৎস্য সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণে গৌরবময় অবদানের জন্য এ বছর জাতীয় মৎস্য পদক পেতে যাচ্ছেন। মৎস্য বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ইউএনও সানজিদা ইয়াসমিনকে প্রধান অতিথির কাছে থেকে পদক গ্রহণ করতে বলা হয়েছে।     

৩০ জুলাই (সোমবার) বিকেল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর পুরস্কার, মূল্যায়ন, সাংস্কৃতিক ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করবেন।

এ বিষয়ে সানজিদা ইয়াসমিন বলেন, মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন করতে পেরে এবং জাতীয় মৎস্য পদকের জন্য আমাকে নির্বাচিত করায় নিজেকে ধন্য মনে করছি। এ পদক আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সানজিয়া ইয়াসমিনসহ এ বছর মোট ১৭ জনকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত