আসামীর মুখ এঁকে গিনেস বুকে গিবসন

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৭, ০০:১৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭, ০১:০৭

অনলাইন ডেস্ক

লুইস গিবসনকে বলা হয় বর্তমান সময়ের সবচেয়ে সফল ফরেনসিক চিত্রশিল্পী। ২০১৭ সালে "গিনেস বুক অব ওয়ার্ল্ড" এ নিজের নামটি লেখানোর মাধ্যমে নিজেকে নতুনভাবে সবার সামনে তুলে ধরলেন গিবসন।

নিখুঁত পোর্ট্রেট তৈরি করে এখন পর্যন্ত ৭৫১ জনেরও অধিক আসামীকে আদালতের কাঠগড়ায় দাঁড়া করাতে সক্ষম হয়েছেন এই শিল্পী। ২০১২ পর্যন্ত প্রায় ১৪ বছরের ক্যারিয়ারে গিবসন প্রায় ১,২২৬ টি কেস এর সুরাহা করতে সহায়তা করেন। 

গিবসন "ইউনিভার্সিটি অব টেক্সাস" থেকে "ফাইন আর্টস" এর স্নাতকোত্তর ডিগ্রি নেন এবং একই সাথে  এফবিআই এর ফরেনসিক বিভাগ থেকে চিত্রকলার কোর্স করেন। টেক্সাসের ফরেনসিক আর্ট বিভাগে তিনি শিক্ষকতা করেন এবং অবসরের পূর্ব পর্যন্ত তিনি পেশাগতভাবে ফরেনসিক আর্টিস্ট তৈরির জন্য নিরলস কাজ করে গেছেন।

নিজের জীবনের এক দুর্বিষহ অভিজ্ঞতাই গিবসনকে ফরেনসিক আর্টকে পেশা হিসেবে নিতে অনুপ্রাণিত করে। ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। "দ্য রিয়েল ডন স্টিল শো" নামক চলচ্চিত্রে তিনি নৃত্যশিল্পী হিসেবে অভিনয়ও করেন। ২১ বছর বয়সে শারিরীকভাবে লাঞ্চিত আর প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা গিবসন ক্যারিয়ার হিসেবে ফরেনসিক আর্টকে বেছে নেন। 

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।