ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার আগে
প্রকাশ | ০৯ জুন ২০১৭, ২৩:৪২
সামনেই ঈদের ছুটি। এই ছুটিতে কী করবেন, কী করবেন না—এ নিয়ে অনেকেরই তোড়জোড় শুরু হয়ে গেছে। কেউ হয়তো বাড়িতেই আরাম করে কাটাবেন দিনগুলো। কেউবা দেশের বাইরে ছুটি কাটাবেন ভেবে ব্যাগ গোছাতে ব্যস্ত।
পরিবারে শিশু থাকলে তাকে নিয়েই মা-বাবারা বাইরে ঘুরতে চলে যান। অনেকে অভিযোগ করেন, সন্তান নিয়ে বেড়াতে গিয়ে খুব সুখকর অভিজ্ঞতা হয়নি। নতুন জায়গায় সন্তান যখন একটু মানিয়ে উঠতে শুরু করে, তখনই ফিরে আসার সময় হয়ে যায়।
আমার নিজের সন্তানের বয়স আড়াই বছর। কাজেই এসব অভিযোগ যে অমূলক নয়, তা ভালো করেই টের পাই। সম্প্রতি টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে ড. অলিভার জেমস বলেছেন, বেশির ভাগ শিশু বাড়িতেই ছুটির আমেজ পেতে চায়। তবে শিশুরা আবার একই জায়গায় বারবার যেতে চায়। পাঁচ বছর পর্যন্ত শিশুরা নতুন নতুন জায়গায় ঘোরার মধ্যে আনন্দ পায় না বলেই মত দিয়েছেন তিনি। বাইরে থাকলে ৫ থেকে ১০ বছরের মধ্যে শিশুরা বারবার নিজের জায়গায় ফিরে আসতে চায়। তবে কিশোর বয়সের ছেলেমেয়েরা ঘোরাঘুরিতে দারুণ উৎসাহী। এ বয়সে আসতে আসতে ছেলেমেয়েরা প্রস্তুত হয়ে যায় ঘোরার জন্য বেরিয়ে পড়তে।
এখন প্রশ্ন হলো, এর সমাধান কী? ড. জেমস বলেছেন, বাচ্চারা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তবে এত দিন না ঘুরে বেড়ানোও বুদ্ধিমানের কাজ নয়। সে ক্ষেত্রে সুযোগ থাকলে সন্তানকে দেশেই কারও কাছে রেখে নিজেরা ঘুরে আসতে পারেন। এ ছাড়া যদি সন্তানকে নিয়েই যেতে চান, চেষ্টা করুন একটু বেশি দিন থাকার। সন্তান নিয়ে ঘোরার সময় ভ্রমণে সময়টা একটু অলসভাবেই কাটান। সকালে এক জায়গা, বিকেলে আরেক জায়গা—এভাবে অতিব্যস্ততায় বা দম না ফেলে ঘোরার পরিকল্পনা বাদ দেওয়াই ভালো।
সূত্র: দ্য টাইমস এবং দ্য টেলিগ্রাফ