সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্ট সবচেয়ে শক্তিধর
প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ১৯:২০
অনলাইন ডেস্ক
বিশ্বে এখন সবচেয়ে শক্তিধর পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের ও জার্মানির পাসপোর্ট। যার হাতে একটি সিঙ্গাপুরের কিংবা জার্মানির পাসপোর্ট রয়েছে তিনি বিশ্বের ১৫৯টি দেশে বিনা বাক্যে ভ্রমণ করতে পারবেন।
এর আগে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের সুযোগ ছিলো ১৫৮ দেশে। সম্প্রতি ইউক্রেনও এই দেশটির নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় জার্মানদের সমান উচ্চতায় উঠে এলো সিঙ্গাপুর।
জার্মানরা র্বিশ্বের ১২৫টি দেশে ভিসাহীন প্রবেশাধিকার পান, আর বাকি ৩৪টি দেশে তারা পাচ্ছেন অন অ্যারাইভাল ভিসা। আর সিঙ্গাপুরের নাগরিকদের জন্য বিশ্বের ১২২টি দেশে ভিসার প্রয়োজন হয় না, ৩৭টি দেশে তারা পান অন অ্যারাইভাল ভিসা।