ই-টোকেন ছাড়াই শিক্ষার্থীরা পাবে ভারতীয় ভিসা
প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৬, ১৭:২৮
বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়া আগামি ২২ অক্টোবর ভারতীয় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকাস্ত ভারতীয় হাইকমিশন।
১৮ অক্টোবর মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ন্যূনতম ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ওই দিনের জন্য এই সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি শনিবার কোনো ই-টোকেন বা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই উল্লেখিত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওই দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই সুবিধা মিলবে।
তবে এজন্য শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানের মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। ভিসার আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।