শর্তসাপেক্ষে চীনের ‘অ্যারাইভাল ভিসা’
প্রকাশ | ২২ নভেম্বর ২০১৮, ১২:১৮ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১২:২১
বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে শর্তসাপেক্ষে ‘অ্যারাইভাল ভিসা’ দিবে চীন।
২২ নভেম্বর (বৃহস্পতিবার) চীনের পোর্ট-ভিসা ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে এক বিবৃতিতে ঢাকাস্থ চীন দূতাবাস জানায়, গণপ্রজাতন্ত্রী চীনের বহিরাগমন ও প্রবেশের জন্য এ ব্যবস্থা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য করা হয়নি। বিদেশিরা শর্তসাপেক্ষে চীনের বিমানবন্দরে এসে পোর্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
শর্তগুলোর মধ্যে রয়েছে, আমন্ত্রণক্রমে জরুরি বাণিজ্যিক কাজে আসা, পর্যটন এজেন্সির মাধ্যমে চীন ভ্রমণে আগ্রহী, মানবিক কারণে চীনে জরুরি প্রবেশ। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে চীনের বিমানবন্দর থেকে এ ভিসার আবেদন করতে পারবেন আগ্রহীরা। এ ব্যবস্থা অনুসারে, বাংলাদেশিরাও প্রয়োজনীয় শর্তপূরণ করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন।