অনিশ্চয়তায় ভারত-পাকিস্তান নারী ক্রিকেট সিরিজ
প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৬, ১২:৫৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৬, ১৪:১৭
রাজনৈতিক বৈরিতার প্রভাব বেশ ভালোমতোই পড়ছে ক্রীড়া অঙ্গনে। দ্বিপক্ষীয় কোনো সিরিজে ভারত-পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল শেষবারের মতো মুখোমুখি হয়েছিল ২০১২-১৩ সালে। চলতি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দলের একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু শেষ পর্যন্ত সেটি আদৌ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তিন ম্যাচের সিরিজ খেলার কথা ভারত ও পাকিস্তানের নারী ক্রিকেটারদের। এই সিরিজের সঙ্গে জড়িয়ে আছে ২০১৭ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের হিসাবনিকাশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজটিও খেলতে রাজি হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্ত এখন সরকারকে নিতে হবে। বিসিসিআইয়ের এখানে কিছুই বলার নেই।’
পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সরাসরি পেয়ে যাবে চূড়ান্ত পর্বের টিকেট। আর বাকি চারটি দলকে আবার খেলতে হবে বাছাইপর্ব। এখন ১৩ পয়েন্ট নিয়ে ভারত আছে ষষ্ঠ স্থানে। আর পাকিস্তান সপ্তম স্থানে আছে আট পয়েন্ট নিয়ে। ভারত যদি শেষপর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজটি না খেলে, তাহলে এই সিরিজের পুরো ছয় পয়েন্ট পাকিস্তানকে দিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে এ বিষয়ে শেষ সিদ্ধান্তটা নিতে হবে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটিকে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘এই সিরিজ খেলার জন্য এ মাসের (অক্টোবর) শেষপর্যন্ত সময় আছে দুই দলের সামনে। যদি সিরিজটা না হয় তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইভেন্ট টেকনিক্যাল কমিটি।’