অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল খেলার আশা বাংলাদেশের
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:২২
বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলার আকাঙ্ক্ষা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়ায় আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হলেও, দলের সামগ্রিক পারফরম্যান্স আত্মবিশ্বাস জুগিয়েছে। নির্বাচক সজল আহমেদ চৌধুরী জানিয়েছেন, মিডল-অর্ডার ব্যাটাররা ছন্দে ফিরলে বিশ্বকাপে ফাইনাল খেলার লক্ষ্য অর্জন সম্ভব।
বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। দলটি ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে, এরপর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন নির্বাচকরা। দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সজল আহমেদ চৌধুরী বলেন, "আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং, বোলিংয়ে বৈচিত্র আছে।"
দলের টপ-অর্ডার ব্যাটাররা এশিয়া কাপে ভালো পারফর্ম করেছেন। মিডল-অর্ডার ব্যাটারদের ছন্দে ফেরার ওপর জোর দিয়ে নির্বাচক সজল আহমেদ চৌধুরী বলেন, "মিডল অর্ডার যদি আরেকটু ছন্দে আসে, তাহলে সব দিক বিবেচনা করলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।"
দলটি ১৩ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। সুমাইয়া আক্তারের নেতৃত্বে দলটি বিশ্বকাপে সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, মেয়েদের এই দলটি বিশ্বকাপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।