x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

হাবিবুল বাশার সুমনের মা আর নেই

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২৩:০৬

জাগরণীয়া ডেস্ক

পাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কের সময়ে মারা গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা রিজিয়া বেগম।

২৮ মার্চ (শনিবার) দুপুর ১টার কিছু সময় পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিবুল বাশারের মা।

করোনা আতঙ্কের মাঝেই অসুস্থ মাকে দেখতে বেশ কয়েকদিন আগে কুষ্টিয়ার নিজ বাড়ি গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক। মাকে দেখে বেশ কয়েকদিন পর আবার ঢাকায় ফিরে আসেন তিনি।

সেটাই ছিল মায়ের সঙ্গে বাশারের শেষ দেখা। বাবাকে হারিয়েছেন আগেই। মেজ ভাই সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলরক্ষক একরামুল বাশার তুহিনও দুরারোগ্য ক্যান্সারে ভুগে মারা গেছেন কয়েক বছর আগে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাবিবুল বাশার সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত