করোনা ভাইরাস: স্থগিত হলো বাংলাদেশ গেমস

প্রকাশ | ১৩ মার্চ ২০২০, ১৭:৩২

অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ এড়াতে স্থগিত করা হয়েছে ঘরোয়া ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর বাংলাদেশ গেমস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ১২ মার্চ (বৃহস্পতিবার) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ গেমসের নবম আসর (‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’ )। এই আসরে ২০টি ভেন্যুতে ৩১টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করার কথা ছিল প্রায় ১২ হাজার অ্যাথলেটের। 

বিওএ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব দেশে অ্যালার্ট জারি করা হয়েছে। এজন্য খেলোয়াড়দের মধ্যে শঙ্কা কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলোয়াড়দের সুস্থতার বিষয়টিকে গুরুত্ব দিতে বলেছেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ গেমসের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।