অস্ট্রেলিয়ান ওপেনের নতুন সম্রাজ্ঞী সোফিয়া কেনিন
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫২
অনলাইন ডেস্ক
পেশাদার টেনিসে অভিজ্ঞতা তার একেবারেই কম, মাত্র তিন বছরের। তা সত্ত্বেও গত বছর ফ্রেঞ্চ ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। তবে এবারই দিলেন আরও বড় চমক। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন সম্রাজ্ঞী সোফিয়া কেনিন।
সেমিফাইনালেই স্বাগতিক অ্যাশলি বার্টিকে হারিয়ে অস্ট্রেলীয়দের মন ভেঙে দিয়েছিলেন কেনিন। ফাইনালে স্পেনের গারবিনিয়া মুগুরুজার চেয়ে পিছিয়ে ছিলেন অভিজ্ঞতায়। কিন্তু শেষ হাসি এই মার্কিন তরুণীরই।
প্রথম সেট জিতে শিরোপা্র দিকে এগিয়ে যাচ্ছিলেন মুগুরুজা। তবে পরের দুই সেট কেনিনের প্রতিরোধ্য টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি। রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৩ মিনিটের লড়াইয়ের ফল ৪-৬, ৬-২, ৬-২।