x

এইমাত্র

  •  সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা
  •  করোনাভাইরাসঃ দেশে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৪২৪
  •  প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত, দুরবস্থায় পোলট্রি-ডেইরি সেক্টর
  •  যুক্তরাষ্ট্রে ১৫ দিনে করোনায় ৮৬ বাংলাদেশির মৃত্যু
  •  গ্রামে খেতে পচছে সবজি, ঢাকায় বিক্রি হচ্ছে ১০ গুণ দামে

পায়ে ব্যান্ডেজ জড়িয়ে তিনটি সোনার মেডেল

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:২৪

জাগরণীয়া ডেস্ক

পায়ে ব্যান্ডেজ জড়িয়ে জুতা তৈরি করেছিল সে। নামি দামি কোম্পানির জুতা কেনার সামর্থ্য নেই। কিন্তু প্রতিযোগিতায় জেতার স্বপ্ন দেখা থামেনি তাতে। পায়ে ব্যান্ডেজ জড়িয়ে দৌড়েই জিতেছে তিনটি সোনার মেডেল। ফিলিপিন্সের ১১ বছরের স্কুলছাত্রীর রেস জেতার এ সংকল্পকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।

ফিলিপিন্সে সম্প্রতি অনুষ্ঠিত হয় ইলইলো স্কুলস স্পোর্টস মিট। স্কুলভিত্তিক সেই প্রতিযোগিতায় ছিল বিভিন্ন ইভেন্ট। সেখানেই ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার- এ তিনটি ইভেন্টে সোনার মেডেল জিতেছে ১১ বছরের রিয়া বুলোস।

এ ইভেন্টে দৌড় শেষ করে ফেরার পর চোখে পড়ে, রিয়ার পায়ে নেই কোনো জুতা। বদলে ব্যান্ডেজ জড়িয়ে জুতার মতো কিছু একটা তৈরি করেছে সে। সেই ব্যান্ডেজের জুতাতে লেখা ‘নাইকি’। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। তার পরই রিয়াকে জুতা কিনে দিতে আগ্রহী হয়েছেন নেটিজেনরা। রিয়ার প্রশিক্ষক সে দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জুতা ছিল না। কিন্তু খালি পায়েই প্রচণ্ড পরিশ্রম করত সে। ও সোনা জেতায় আমি খুব খুশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত