এসএ গেমস

বাংলাদেশকে সোনা উপহার দিলেন ইতি-মেহনাজ-বিউটি

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:০৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:০৩

অনলাইন ডেস্ক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ইভেন্টে রিকার্ভ নারী দলগত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের নারী আর্চাররা।

৮ ডিসেম্বর (রবিবার) সকালে পোখারার আর্চারি ভেন্যুতে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের তিন নারী আর্চার- ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়।

এসএ গেমসে এ নিয়ে ৯টি সোনার পদক জিতল বাংলাদেশ। আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাকি ৮টি ইভেন্টেও সোনার পদকও জেতার আশা করছেন আর্চাররা।

রিকার্ভ দলগত ইভেন্টে সোনার পদকজয়ী ইতি খাতুন রিকার্ভ একক ইভেন্টেরও ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে হারিয়েছেন ভুটানের কারমাকে। ভুটান থেকে প্রথম সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া কারমাকে হারিয়ে চমকে দেন ইতি।

এ ছাড়াও মেয়েদের কম্পাউন্ডের এককের ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। শ্রীলঙ্কার থাকশিলাকে সেমিফাইনালে হারিয়েছেন সোমা। ফাইনালে প্রতিপক্ষ ভুটানের করুনারত্নে।

আরচারি থেকে আরও ৫টি স্বর্ণ জেতার আশা রয়েছে আজ। যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে সোমা বিশ্বাস এবং মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে লড়বে বাংলাদেশ।