এসএ গেমস ক্রিকেটের ফাইনালে মেয়েদের প্রতিপক্ষ শ্রীলংকা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮

জাগরণীয়া ডেস্ক

এসএ গেমসের ফাইনালে আগামী রোববার শ্রীলঙ্কাকে হারালেই স্বর্ণ পদক জিতবে বাংলাদেশের মেয়েরা। বুধবার নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তার পর বৃহস্পতিবার মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে হ্যাট্টিক জয় নিশ্চিত করে সালমা ইসলামরা। আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে তারা।

বৃহস্পতিবার নিগার সুলতানার ১১৩ ও ফারজানা হকের ১১০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ১২ দশমিক ১ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। বল হাতে বাংলাদেশের রিতু মনি ও সালমা খাতুন ৩টি করে উইকেট নেন।

এদিকে আজ শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করে স্বাগতিক নেপাল।

পোখরায় আগামী রবিবার ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে খেলতে যাওয়া বাংলাদেশ স্বর্ণ পদক থেকে মাত্র একটি জয় দূরে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত