ব্রোঞ্জের পর এবার সোনা জিতলেন হুমায়রা
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৩ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯, ১৯:০২
বাংলাদেশের হয়ে প্রথম পদক এনে দিয়েছিলেন দক্ষিণ এশিয়ান গেমস ২০১৯ এ। জিতেছিলেন ব্রোঞ্জ পদক মেয়েদের একক কাতায়। কিন্তু এই ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে পারেন নি হুমায়রা আক্তার অন্তরা। তাই আজ দেশের হয়ে চতুর্থ স্বর্ণ পদক জিতে বেজায় খুশি সদ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা এই অ্যাথলেট।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) কাঠমান্ডুতে ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়েছে অন্তরা। আর আগে সেমিফাইনালে তিনি পাকিস্তানের গুল নাজকে ৪-০ পয়েন্টে উড়িয়ে ফাইনালে পা রাখেন।
আগের দিন দিপু চাকমার দেশের হয়ে প্রথম সোনা জেতার পর আজ সকালে কারাতে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে সোনা জেতেন আল আমিন। এর পরপরই মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণির কুমিতে সোনা জেতেন মারজান আক্তার। কারাতেতে তৃতীয় সোনাটি এনে দিলেন হুমায়রা আক্তার অন্তরা। এই নিয়ে এসএ গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশ জিতে নিয়েছে ৪ সোনা।