হতাশা নিয়েই রিও অলিম্পিক শেষ করলেন নড়াইলের শ্যামলী
প্রকাশ | ১৪ আগস্ট ২০১৬, ২০:২৮
আর্চারিতে বাংলাদেশের সম্ভাবনা আছে। বলা হয় এমনটা। আর বাংলাদেশের সেরা তীরন্দাজ নড়াইলের শ্যামলী রায়।
কিন্তু ২০১৬ রিও অলিম্পিক হতাশা নিয়েই শেষ করলেন তিনি। ষষ্ঠ দিনে এলিমিনেশন রাউন্ডে মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্ট হেরে শেষ হয়েছে শ্যামলীর প্রথম অলিম্পিক যাত্রা।
তিন সেটের লড়াইয়ে প্রথম সেটে শ্যামলী ২৭ আর গ্যাব্রিয়েলা ২৮ পয়েন্ট স্কোর করেন। পরের দুই সেটে যাথাক্রমে ২৩ ও ২৫ বাংলাদেশের তীরন্দাজের স্কোর। গ্যাব্রিয়েলা শেষ দুই সেটেও ২৮ স্কোর করে জিতে যান। এটা ছিল শেষ ৬৪ থেকে সেরা ৩২ এ যাওয়ার লড়াই।
চার দিন আগে র্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩ তম হয়েছিলেন শ্যামলী। ৭০০ এর মধ্যে ৬০০ পয়েন্ট ছিল স্কোর। নিজের সেরা স্কোর ৬১৮। সেটা করেছিলেন ২০১৫ ব্যাংকক এশিয়ান চ্যাম্পিয়নশিপে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই তীরন্দাজ আরেকটু ভালো করলে তুলনামূলক সহজ প্রতিদ্বন্দ্বি পেতেন ৩২ এ যাওয়ার লড়াইয়ে। তা না হওয়ায় র্যাংকিং রাউন্ডে দ্বাদশ হওয়া গ্যাব্রিয়েলার সাথে লড়তে হয়েছে। শ্যামলীর আছে ২০১৪ সালে তুরস্কের বিশ্ব আর্চারি ও ইনচন এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা। এবার অলিম্পিকের অভিজ্ঞতা নিয়ে ফিরছেন।