ইতিহাস গড়লেন বেলমন্তে
প্রকাশ | ১৩ আগস্ট ২০১৬, ১৪:৫২
এক বছর আগে যেখানে অলিম্পিকে খেলা নিয়েই শঙ্কায় ছিলেন ইনজুরিতে পড়া মিরেইয়া বেলমন্তে, সেখানে ইতিহাস গড়লেন স্পেনের এই সাঁতারু।
২৫ বছর বয়সী বেলমন্তে স্পেনের ইতিহাসে অলিম্পিকে সোনা জেতা প্রথম নারী সাঁতারু। রিও ডি জেনেইরোতে এই ইতিহাস গড়ে জয় করলেন মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা।
দুই মিনিট ৪.৮৫ সেকেন্ড সময় নেন বেলমন্তে। শেষ ল্যাপে এসে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার ম্যাডেলিন গ্রোভস মাত্র্র দশমিক শূন্য তিন সেকেন্ড বেশি সময় নিয়ে ২য় হন। জাপানের নাতসুমি হোশি ৩য়। এর আগে শনিবার মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তৃতীয় হয়েছিলেন বেলমন্তে।
কাঁধের ইনজুরি নিয়ে সংগ্রাম করা বেলমন্তে সাংবাদিকদের বলেন, “আমি ভাবিনি যে আমি সেরে উঠতে পারবো।… কিন্তু আমি পেরেছি এবং তা সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি এখনও বিশ্বাস করতে পারছি না”।
কাতালুনিয়া থেকে উঠে আসা এই সাঁতারু লন্ডনে গত অলিম্পিকে পেয়েছিলেন রৌপ্যপদক।