x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭৩ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ১৩৭ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৮৬ জন, মৃত ৩০ জন
  •  মায়ের কবরেই সমাহিত হলেন সাহারা খাতুন

টাইগারদের সমর্থক অস্কারজয়ী টিলডা সুইটন!

প্রকাশ : ০৭ জুন ২০১৯, ১৯:১৩

জাগরণীয়া ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে দেশে তো বটেই, প্রবাসীরাও মাঠ কাঁপাচ্ছেন ইংল্যান্ডে বসে। কিন্তু টাইগারদের জন্য সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল সম্ভবতঃ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় মাঠে উপস্থিত থাকা অস্কারজয়ী বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইটন। শুধু উপস্থিত ছিলেন তাই নয়, টাইগারদের জার্সি পরে সমর্থনও জানিয়েছেন নার্নিয়া খ্যাত এই অভিনেত্রী। 

বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে তখন ১৬ তম ওভারের খেলা চলছে। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। সেসময়ই টিভি পর্দায় দেখা যায় টিলডা সুইনটনকে। এসময় তার পরনে ছিল বাংলাদেশের জার্সি। সেই খেলায় বাংলাদেশ দুই উইকেটে হেরে গেলেও টিলডার এমন সমর্থন বাংলাদেশের জন্য আনন্দের ও অনুপ্রেরণার নিঃসন্দেহে।

তবে ৫৮ বছর বয়সী সুইটন এর সাথে বাংলাদেশের সংযোগ অবশ্য এই প্রথম নয়। দুই বছর আগে বাংলাদেশ ঘুরে গেছেন তিনি। ২০১৭ সালের ঢাকা লিট ফেস্টে এসেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত