ম্যারাথনে স্বর্ণপদক পেলেন ইবি শিক্ষার্থী তামান্না
প্রকাশ | ২৯ মার্চ ২০১৯, ২০:০৭ | আপডেট: ২৯ মার্চ ২০১৯, ২০:১২
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস ম্যারাথনে স্বর্ণপদক জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
২৯ মার্চ (শুক্রবার) সকাল ৮টায় ঢাকায় অনুষ্ঠিত এ ম্যারাথন প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে।
উল্লেখ্য, সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিলের চক্রাকার রাস্তায় প্রায় সাড়ে ৭ হাজার মিটার এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্ববধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। খেলায় ইভেন্ট গুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও বাস্কেটবল। 'বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৭ মার্চ থেকে শুরু হয় মাসব্যাপী 'বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প'।