সাফ ফুটবল থেকে বাংলাদেশের বিদায়
প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ২২:৩৮
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।
২০ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় নেপালের শহীদ ময়দান রঙ্গশালায় ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরু থেকেই দারুণভাবে আধিপত্য বিস্তার করে ভারত। খেলার প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচ নিজের করে নেয় ভারত। কোণঠাসা ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জবাব দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ডিফেন্স ভেঙে আরও একটি গোল দেয় ভারত। তাই গোলশূণ্য পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় লাল-সবুজের সাবিনা-মারিয়া মান্ডারা। গ্রুপ চ্যাম্পিয়ান নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।