এবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৬:২০
নেপালের বিপক্ষে হারার তিক্ততা ভুলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের সাথে আত্মবিশ্বাসী হয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছে মাসুরা-আঁখিরা।
আগামী ২০ মার্চ (বুধবার) নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের সাথে।
মিডফিল্ডার মনিকা চাকমা আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, গত ম্যাচের ভুল-ত্রুটি থেকে আমরা শিখেছি। সেগুলো শোধরে ফাইনালে ওঠার লড়াইয়ে নতুন পরিকল্পনা নিয়ে খেলবেন তারা।
এর আগে গ্রুপ পর্বের শেষ খেলায় শক্তিশালী নেপালের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ডিফেন্ডারদের ভুলে প্রথমার্ধে তিনটি গোল হজম করে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দারুণ ডিফেন্স নিয়ে খেললেও আর গোল দেয়া সম্ভব হয়নি বাংলাদেশের। বর্তমানে ফুটবল নিয়ে বাংলাদেশের বেশিরভাগই অর্জন বয়ে নিয়ে এসেছে নারী ফুটবলাররা। বয়সভিত্তিক প্রতিযোগিতায় মেয়েরা এগিয়ে থাকলেও সিনিয়র প্রতিযোগিতায় মেয়েদের দক্ষতা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ফুটবল সংশ্লিষ্টরা।