ভূটানকে হারিয়ে সেমিতে সাবিনা-মৌসুমীরা
প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ১৬:৩৪
সাফ সিনিয়র নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নিজেদের খেলা নিশ্চিত করেছে সাবিনা-মৌসুমীর দল। আগামী ১৬ মার্চ (শনিবার) নেপালের বিপক্ষে সেমিফাইনাল খেলতে মাঠে নামছে লাল-সবুজের ফুটবলাররা।
এর আগে ১৪ মার্চ (বৃহস্পতিবার) নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। খেলার ৪৬ মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন মিসরাত জাহান মৌসুমী। ৮৬ মিনিটে দলের সেরা স্ট্রাইকার সাবিনা খাতুন আরেকটি গোল করলে ভূটানের বিপক্ষে ২-০ গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। পুরো ম্যাচে শুরু থেকেই দাপিয়ে বেরিয়েছে বাংলার মেয়েরা। তবে বেশকিছু গোলের সুযোগ মিস হওয়ায় গোলের ব্যবধান বাড়াতে পারেনি বাঘিনীরা।
গ্রুপে বাংলাদেশ এবং নেপালের একটি করে জয়ে পয়েন্ট সমান হলেও গোলের ব্যবধানে গ্রুপে এগিয়ে আছে নেপাল। তবে এখন সেমিফাইনাল থেকে ফাইনাল পা রাখতে মরিয়া গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।