ফুটবল বিশ্বকাপের পোস্টার উন্মোচিত
প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ১৮:৫২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে আসন্ন নারী ফুটবল বিশ্বকাপের পোস্টার।
গত ৮ মার্চ ফিফার অফিশিয়াল সাইটে এ পোস্টার প্রকাশ করা হয়। নারীর ক্ষমতায়ণ, ফুটবলে নারী ও সমতাকে উপজীব্য করে উন্মোচন করা হয়েছে এই পোস্টার।
পোস্টারে রয়েছে একজন নারীর মুখ যেখানে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রং-যা ভিন্ন ভিন্ন দেশের আলাদা সংস্কৃতির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। এছাড়া মুখাবয়বের পেছনে দেওয়া হয়েছে ফুটবলের ছবি। নারীর মুখের আলোকিত অংশের সাথে মিল রাখা হয়েছে স্লোগানের। এবারের স্লোগান- ডেয়ার টু সাইন অর্থাৎ জ্বলো আপন শক্তিতে।
২০১৯ সালের জুন মাসে ফ্রান্সে বসছে নারী ফুটবল বিশ্বকাপের ৮ম আসর। আগামী ৭ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২৪ টি দলের অংশগ্রহণে এই আসরে অনুষ্ঠিত হবে ৫২টি ম্যাচ।