ভারোত্তোলনে প্রথম সোনা তানাসানের
প্রকাশ | ০৭ আগস্ট ২০১৬, ১৮:৪৭
অনলাইন ডেস্ক
রিও অলিম্পিক ২০১৬ তে ভারোত্তোলনে প্রথম সোনা জিতেছেন থাইল্যান্ডের সোপিতা তানাসান। মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে সবচেয়ে বেশি ওজন তুলেছেন তিনি।
শনিবার স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২০০ কেজি ওজন তুলেছেন তানাসান। অলিম্পিক ভারোত্তোলনে সব মিলিয়ে চতুর্থ থাই নারী হিসেবে সোনা জিতলেন তিনি। আর তাতে অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্তির সংখ্যায় থাইল্যান্ডের পুরুষ বক্সারদের ছুঁলেন নারী ভারোত্তোলকরা। অলিম্পিক ইতিহাসে এই দুটি ক্রীড়ায় কেবল সোনা জিতেছে থাইল্যান্ড।
এদিকে মোট ১৯২ কোজি তুলে রৌপ্য পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার শ্রি ওয়াহিউনি আগুস্তিয়ানি। ব্রোঞ্জ পদক পেয়েছেন জাপানের হিরোমি মিয়াকির (১৮৮ কেজি)।