রিও অলিম্পিক: প্রথম সোনা ভার্জিনিয়ার
প্রকাশ | ০৭ আগস্ট ২০১৬, ১৪:৪৯
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনা প্রতিদ্বন্দীদের পেছনে ফেলে সবাইকে চমকে দিয়েছেন ভার্জিনিয়া থ্র্যাশার। রিও ডি জেনেইরো অলিম্পিকের প্রথম সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের এই শুটার।
অলিম্পিক শুটিং রেঞ্জে শনিবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল রাউন্ডে অলিম্পিক রেকর্ড ২০৮ স্কোর গড়ে সেরা হন ১৯ বছর বয়সী ভার্জিনিয়া।
এ ইভেন্টে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সোনা জেতা চীনা শুটার দু লি এবার ২য় হয়েছেন। লন্ডনে গত অলিম্পিকে সোনা জেতা চীনের ই সিলিং হয়েছেন ৩য়।
কোয়ালিফিকেশন রাউন্ডে ৪২০.৭ স্কোর করে কোয়ালিফিকেশনের অলিম্পিক রেকর্ড গড়েছিলেন দু লি। অন্যদিকে কোয়ালিফিকেশনে ভার্জিনিয়া হয়েছিলেন ষষ্ঠ। কিন্তু ফাইনালে বাজিমাত করেন এই টিনএজার। আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় এই প্রথম সোনা জিতলেন তিনি।
ভার্জিনিয়াকে অলিম্পিকের প্রথম স্বর্ণপদক গলায় পরিয়ে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ।