টি-২০ বিশ্বকাপ জয় করলো অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৮, ১৩:৩৯

জাগরণীয়া ডেস্ক

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পুরো বিশ্বকাপে দারুণ খেলা অন্যতম টপ ফেবারিট দল ইংল্যান্ড। কিন্তু ফাইনালে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু থেকেই অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ বোলিং অ্যাটাকের মুখে পড়ে হিদার নাইটের দলটি। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ড্যানিয়েল ওয়েট। অধিনায়ক নাইট করেন ২৫ রান। এছাড়া আর কেউই তেমন দাঁড়াতে পারেননি। নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতেই ১০৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। 

সর্বোচ্চ ৩টি উইকেট নেন অস্ট্রেলিয়ান বোলার গার্ডনার। এছাড়া মেগান স্কাট ও জর্জিয়ার ওয়ারহ্যাম দুটি করে উইকটে পান।

১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৩৩ রান করে অ্যাশলেগ গার্ডনার ও ২৮ রান করে অধিনায়ক মেগ ল্যালিং অপরাজিত ছিলেন। 

৩৩ রানে অপরাজিত ও তিন উইকেট নিয়ে নিয়ে ম্যাচ সেরা হন গার্ডনার। টুর্নামেন্ট সেরা হন অ্যালিসা হিলি।

২০১৮ সালের বিশ্বকাপসহ এ পর্যন্ত ৬ বারের মতো অনুষ্ঠিত হলো নারী টি-২০ বিশ্বকাপ। যার মধ্যে চারবারই শিরোপা নিজেদের নামে লিখিয়েছে অস্ট্রেলিয়া। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত