অলিম্পিক বাছাইপর্বে নেপালের বিপক্ষে ড্র করেছে বাঘিনীরা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৪৫

জাগরণীয়া ডেস্ক

টোকিও অলিম্পিক বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আঁখি খাতুন-মারিয়া মান্ডার দল।

অনূর্ধ্ব ১৫-১৬ পর্যায়ে সাফল্য পেলেও একটু ওপরের দিকে উঠলেই বোঝা যায়, সামগ্রিকভাবে কতটা পিছিয়ে আছে মেয়েরা। তেমনি একটি উদাহরণ টোকিও অলিম্পিক বাছাইপর্ব। বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারে বাঘিনীরা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭-১ গোলে উড়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। 

১৩ নভেম্বর (মঙ্গলবার) ইয়াগুনের থুউন্না স্টেডিয়ামে শেষ ম্যাচে বিধ্বস্ত বাংলাদেশ নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। শুরুতেই ১৭ মিনিটে নিরু থাপার গোলে এগিয়ে যায় নেপাল। আর গোল করতে পারেনি তারা। ৯৩ মিনিটে সমতায় ফেরান ডিফেন্ডার আঁখি খাতুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত