ব্যাটিং বিপর্যয়ে হেরেছে টাইগ্রেসরা

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১৪:৫০

জাগরণীয়া ডেস্ক

ব্যাটিং ব্যর্থতার কারণে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের সালমা খাতুনের দল।

১০ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় সকাল ৬ টায় গায়ানায় ২০১৮ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানে হেরে টাইগেসরা।

টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় টাইগ্রেসরা। জাহানারা আলম এবং রুমানা আহমেদের বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের ১০৬ রানে আটকে দেয় বাঘিনীরা। ২৩ রানের বিনিময়ে ২ টি উইকেট নেন জাহানারা। ১৬ রান দিয়ে নিজের নামে দুটি উইকেট লিখে নেন রোমানা আহমেদ। একটি করে উইকেট সালমা খাতুন এবং খাদিজা তুল কুবরার।

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। শামিমার ৫ রান আর ফারজানার ৮ রান বাদে আর কেউ দাঁড়াতেই পারেননি উইকেটে। ১৪.৪ ওভারে ৪৬ রানে গুটিয়ে যান টাইগ্রেসরা। ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার ডিন্দ্রা ডটিন মাত্র ছয় রান দিয়ে পাঁচ উইকেট নেন।

আগামী ১২ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত