কিশোর ফুটবলারদের চার লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৩২

জাগরণীয়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী কিশোর ফুটবলারদের গণভবনে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ নভেম্বর (বৃহস্পতিবার) নেপাল থেকে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতা ফুটবলারদের জন্য গণভবনে নৈশভোজের আয়োজন করা হয়। দেয়া হয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী দলের সকল ফুটবলারদের চার লাখ টাকা করে অর্থপুরস্কার তুলে দেন। দলের কোচ ও কর্মকর্তারা পেয়েছেন দুই লাখ টাকা করে। 

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের ভবিষ্যতে এই ধারা বজায় রেখে ভালো খেলার পরামর্শ দেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে পাকিস্তানকে হারায় কিশোর ফুটবলাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত