x

এইমাত্র

  •  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৯১৮, মারা গেছেন ১৯ জন: এনডিটিভি
  •  ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬০ জন; মোট ১০১৯। আক্রান্ত বেড়ে ১৭ হাজার ৮৯: ইভনিং স্ট্যান্ডার্ড
  •  জার্মানিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
  •  ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৫৪০৯ এবং মৃত ২৫১৭

সিরিজ জিতে আনন্দে ভাসছে নারী হকি দল

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:০৭

জাগরণীয়া ডেস্ক

কলকাতা ওয়ারির্সের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের টানা দুটিতে জিতে আনন্দে ভাসছে বাংলাদেশ নারী হকি দল।

গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রীতি হকি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে কলকাতা ওয়ারিয়র্সকে হারায় ঢাকা একাদশের বাঘিনীরা। ম্যাচে ১ টি করে গোল করেন জোয়ায়রিয়া ফেরদৌস জয়িতি, নাদিরা ও নমিতা কর্মকার। এর আগের ম্যাচেও ২-০ গোলে কলকাতাকে হারিয়ে ম্যাচ নিজেদের নামে করে ঢাকা একাদশ।

আগামী ১০ নভেম্বর (শনিবার) সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত