‘বেঙ্গল মেসি কন্যা’ খ্যাত ফুটবলার সাবিনা খাতুন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১৩:২৫

জাগরণীয়া ডেস্ক

‘বেঙ্গল মেসি কন্যা’ খ্যাত বাংলাদেশ নারী ফুটবল দলের গোল মেশিন সাবিনা খাতুন। ১৯৯৩ সালে ২৫ অক্টোবর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. সৈয়দ গাজী ও মা মমতাজ বেগম। পাঁচ বোনের মধ্যে সাবিনা চতুর্থ। বড় বোনের কাছ থেকে পেয়েছেন সবচেয়ে বড় সার্পোট।

২০০৯ সালে জাতীয় দলে সাবিনা অভিষেক ঘটে অবশ্য তার আগে থেকে ফুটবলের সাথে সাবিনার সম্পর্ক। সাতক্ষীরা জেলা ফুটবল কোচ মো. আকবরের মাধ্যমেই ফুটবলের হাতেখড়ি। জাতীয় দলে ডাক পাবার আগে নিজ জেলা সাতক্ষীরায় বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন স্কুল পর্যায়ে, আন্তঃস্কুল ও আন্তঃজেলা পর্যায়েও। সেখানে ভাল খেলার সুবাদে ডাক পেয়ে যান জাতীয় দলে।

যদিও শুরুতে শখের বসে খেলতেন ক্রিকেট, এছাড়া অন্যান্য খেলায় অংশ নিতেন নিয়মিত। বর্তমান ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সাবিনা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ফুটবলার যিনি বিদেশি কোন ক্লাবে খেলেছেন। মালদ্বীপ পুলিশ ক্লাবে খেলেছেন ২০১৫ সালের ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। মালদ্বীপে সাফল্যের আগেই আটটি টুর্নামেন্টে সাবিনা ১০টি আন্তর্জাতিক গোল পেয়েছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিমের স্ট্রাইকার। মেয়েদের ফুটবল নিয়ে ব্যাপক আশাবাদী সাবিনা।

ভিডিও সৌজন্য: বিবিসি বাংলা’র ইউটিউব চ্যানেল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত