ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিচ্ছে টাইগ্রেসরা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৭:০৪

জাগরণীয়া ডেস্ক

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবহাওয়ার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন সালমা-জাহানারারা।

প্রস্তুতির জন্য ১৫ দিন সময় হাতে রেখে ২৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে উড়াল দিবেন টাইগ্রেসরা। 

আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০১৮। শুরুর দিনেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও একই গ্রুপে আছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। তবে বাংলাদেশও যেন এখন সমীহ করার মতো একটি দল তা বিগত সিরিজগুলোতে বেশ বুঝিয়ে দিয়েছেন রোমানা-কুবরারা।

দেশ ছাড়ার আগে বিসিবির অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা। প্রথম দুটিতে হার দেখলেও ভালো প্রস্তুতির কথাই জানালেন অধিনায়ক সালমা খাতুন।

দলের বোলারদের উপর দারুণ আত্মবিশ্বাসী অধিনায়ক সালমা জানান, আমাদের স্পিনাররা অনেক শক্তিশালী, এটা বলতেই হবে। এখন পেস বোলাররাও ভালো করছে। যদি পেস বোলার আর স্পিনারদের একসাথে ব্যবহার করা যায়, তাহলে পেস বোলাররা ভালো করবে। আবার স্পিনারদেরও ভালো করার সুযোগ আছে। আশা করি সবাই ভালো করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত