‘বিশ্বকাপে সেরাটা দিতে চাই’
প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৫১
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০১৮ তে নিজের সেরা পারফরম্যান্সটাই দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
দেশ ছেড়ে যাওয়ার পূর্ব মুহুর্তে সংবাদ মাধ্যমে দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচের পরে এখানে এসে আমরা ক্যাম্প করেছি। দুটো ম্যাচেও খেলেছি। আমাদের মেয়েরা অনেকেই কামব্যাক করেছে। ওই কামব্যাক আমাদের দরকার। যেহেতু ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে আমরা জিতে এসেছিলাম। এজন্য আমরা আত্মবিশ্বাসী। আশা করি আত্মবিশ্বাস নিয়েই নিজেদের সেরা খেলাটা খেলব আমরা।
তিনি আরও বলেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। ওদের কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট নিয়ে আমাদের সবই অজানা। আমরা যেহেতু আগে যাচ্ছি, তাই আশা করছি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভালো করবো।
উল্লেখ্য, আগামী ০৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাঠে শুরু হতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০১৮।