পাকিস্তানের জালে বাঘিনীদের ১৭ গোল
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:২১
সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের বাঘিনীরা। এর মধ্যে সিরাত জাহান স্বপ্না একাই দিয়েছেন ৭টি গোল। মার্জিয়া করেছেন ৪টি গোল।
ম্যাচের চার মিনিটেই লিড নেয় বাংলাদেশ। পাকিস্তান বক্সে জটলার মধ্যে থেকে গোল করেন মার্জিয়া। ৯ মিনিটে মাথায় দলের জন্য দ্বিতীয় গোল করেন মোসাম্মৎ সিরাত জাহান স্বপ্না। দল ৪-০ গোলে এগিয়ে দিয়ে ২২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন মার্জিয়া।
ম্যাচের সময় ৩০ মিনিট ছুঁতেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দলের পাঁচনম্বর গোলটি করেন স্বপ্না। দুই মিনিট পর আবার এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে ছয়নম্বর গোল করেন শিউলি আজিম। ৩৭ মিনিটে গোল করেন করেন মিসরাত জানান। ৪৪ মিনিটে গোল করে প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক আর দলের দুই হালি পূরণ করেন স্বপ্না।
খেলার দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোল করেন মোসাম্মৎ আঁখি খাতুন। ৬২ মিনিটে নিজের পঞ্চম গোল করেন স্বপ্না। ৬৯ মিনিটে গোলের ডজন পূর্ণ করেন শিউলি আজিম। ৭১ মিনিটে নিজের চতুর্থ গোল করেন মার্জিয়া। তিন মিনিট পর ১৩তম গোলটি করেন স্বপ্না। পরের মিনিটেই ১৪ গোলের স্কোরলাইন স্পর্শ করান কৃষ্ণরানি সরকার। আর ৭৫তম মিনিটে দলের ১৫তম নিজের ষষ্ঠ গোল করেন স্বপ্না। ৮৭ মিনিটের দলের ১৬তম গোল করেন তোহুরা খাতুন।
অতিরিক্ত সময়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠোকেন নিজের সপ্তম গোল করা স্বপ্না।