জয় দিয়ে শুরু করতে চায় মারিয়া-আঁখির দল
প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯
প্রথম ম্যাচে জয় দিয়েই এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল বাছাই পর্ব শুরু করতে চায় স্বাগতিক বাংলার বাঘিনীরা।
৭ সেপ্টেম্বর (সোমবার) বিকাল সাড়ে তিনটায় কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাহারাইন। বাহরাইনের বিপক্ষে মারিয়া-আঁখিদের আগে খেলার কোন ইতিহাস নেই। তাই বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন প্রথম ম্যাচে জিতেই স্মরণীয় করে রাখতে চান।
এ প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, গ্রুপ সেরা হয়ে আমরা পরের পর্বে খেলতে চাই। তাই প্রতিপক্ষ যেই আসুক না কেন, তাদের হারাতে হবে।
বাহরাইন প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছে ৮-০ গোলে। তারপরেও দারুণ সতর্ক বাংলাদেশ কোচ।
ফুটবলে যে কোনো দিন যেকোনো কিছু হতে পারে উল্লেখ করে কোচ বলেন, যে কোন দিন যে কেউ ঘুরে দাঁড়াতে পারে। সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপাল দুর্দান্ত খেলছিল। কিন্তু মালদ্বীপ চ্যাম্পিয়ন হলো। কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। ৯০ মিনিট এক তাল-লয়ে খেলতে হবে।
বাংলাদেশকে সমীহ করে বাহরাইনের কোচ খালেদ হোসেন বলেছেন, বাংলাদেশ শক্তিশালী দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ এগিয়ে থাকবে। তবে আমরা আগের ম্যাচের চেয়ে ভালো খেলার চেষ্টা করবো।