৮০০ মিটার হিটেও হতাশ করলেন সুমী
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ১২:৩১


৪০০ মিটার দৌড়ের পর এশিয়ান গেমসের ৮০০ মিটারেও হতাশ করলেন বাংলাদেশের দৌড়বিদ সুমী আক্তার। কোয়ালিফিকেশন রাউন্ডে ২০ প্রতিযোগীর মধ্যে ১৮তম হয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।
২৭ আগস্ট (সোমবার) পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন টাইমিং ছিল ২ মিনিট ১০ দশমিক ৫০ সেকেন্ড। সেখানে সুমী ২ মিনিট ২৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সপ্তম হন। ৪০০ মিটারে ৫৭ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে হিটে নামা ১৮ প্রতিযোগীর মধ্যে ১৪তম হয়েছিলেন সুমী।
গত জুলাইয়ে ১৪ তম জাতীয় সামার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সুমী এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, টাইমিং ছিল ৫৭.৯০ সেকেন্ড।