x

এইমাত্র

  •  সাংসারিক বিরোধে স্বামীর গলা কেটে হত্যা করলো স্ত্রী
  •  ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন প্রধানমন্ত্রীর
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৩৫ জন, মৃত ৩৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৫৩৫ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৩৩ লাখ ৬২ হাজার ৩০৮ জন

৮০০ মিটার হিটেও হতাশ করলেন সুমী

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৮, ১২:৩১

জাগরণীয়া ডেস্ক

৪০০ মিটার দৌড়ের পর এশিয়ান গেমসের ৮০০ মিটারেও হতাশ করলেন বাংলাদেশের দৌড়বিদ সুমী আক্তার। কোয়ালিফিকেশন রাউন্ডে ২০ প্রতিযোগীর মধ্যে ১৮তম হয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

২৭ আগস্ট (সোমবার) পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন টাইমিং ছিল ২ মিনিট ১০ দশমিক ৫০ সেকেন্ড। সেখানে সুমী ২ মিনিট ২৬ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সপ্তম হন। ৪০০ মিটারে ৫৭ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে হিটে নামা ১৮ প্রতিযোগীর মধ্যে ১৪তম হয়েছিলেন সুমী।

গত জুলাইয়ে ১৪ তম জাতীয় সামার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সুমী এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, টাইমিং ছিল ৫৭.৯০ সেকেন্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত