শিশু পরিবারের মেয়েরা নিলো ফুটবলের প্রশিক্ষণ
প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৬:৩২
কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবারের ৩০ জন মেয়েকে নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে কিশোরগঞ্জ নারী ফুটবল দল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এ কর্মসূচি গত ২৪ জুন থেকে শুরু হয়ে গত ১৪ জুলাই শেষ হয়।
এ উপলক্ষে গত ১৪ জুলাই (শনিবার) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাদউদ প্রমুখসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নারী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণের সার্বিক আয়োজনে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ। ৩০ জন মেয়েকে প্রশিক্ষণ দেন কিশোরগঞ্জ নারী ফুটবল দলের কোচ রিপেল হাসান।