বিশ্বকাপে আজ খেলার সময় সূচী
প্রকাশ | ১৯ জুন ২০১৮, ১১:২৬
অনলাইন ডেস্ক
রাশিয়া বিশ্বকাপের ষষ্ঠ দিনে আজ ১৯ জুন (মঙ্গলবার) তিন ম্যাচে লড়বে ছয় দল। ‘এ’ গ্রুপের একটি এবং ‘এইচ’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কলম্বিয়া-জাপান (‘এইচ’ গ্রুপ)
ভেন্যু : সারান্সক
সময় : সন্ধ্যা ৬টা
চ্যানেল : সনি টেন ১, ২, ৩, বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।
পোল্যান্ড-সেনেগাল (‘এইচ’ গ্রুপ)
ভেন্যু :মস্কো
সময় : রাত ৯ টা
চ্যানেল : সনি টেন ১, ২, ৩, বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।
রাশিয়া-মিশর (‘এ’ গ্রুপ)
ভেন্যু : সেন্ট পিটার্সবুর্গ
সময় : রাত ১২টা
চ্যানেল : সনি টেন ১, ২, ৩ , বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।