র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগোলেন অলরাউন্ডার রুমানা
প্রকাশ | ১৩ জুন ২০১৮, ১৭:৪১ | আপডেট: ১৩ জুন ২০১৮, ১৭:৪৫
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমানে ১২তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের রুমানা আহমেদ।
আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের সর্বশেষ র্যাঙ্কিং থেকে এ তথ্য জানা যায়। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সালমা খাতুন অবশ্য এখনও রুমানার ওপরে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আছেন একাদশ স্থানে। এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে রুমানার অবস্থান ২০। ২৭ নম্বরে আছেন সালমা, পেসার জাহানারা আলম ৩৫ নম্বরে। ব্যাটিংয়ে সেরা পঁচিশেও নেই বাংলাদেশের কেউ। ২৭ নম্বরে থেকে সবার ওপরে সালমা। রুমানা ৩০ আর ফারজানা হক ৩২।
এশিয়া কাপে এশিয়া কাপে ব্যাটে-বলে উজ্জ্বল রুমানা ব্যাটিং পেয়েছেন তিন ম্যাচে। ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই তিনি ছিলেন ম্যাচ সেরা। প্রথম ম্যাচে খেলেছিলেন ম্যাচ জয়ী ৪২ রানের অপরাজিত ইনিংস। ফাইনালে করেছিলেন গুরুত্বপূর্ণ ২৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ১০ রান করেন।
বোলিং এ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট নিয়েছিলেন তিনটি। ফাইনালে নিয়েছিলেন দুটি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও নিয়েছিলেন একটি উইকেট।