নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়াতে কমিটি গঠন
প্রকাশ | ১২ জুন ২০১৮, ১২:২৫ | আপডেট: ১২ জুন ২০১৮, ১২:২৮
নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়াতে কী কী করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে- জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
১১ জুন (সোমবার) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিবির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান। কমিটিকে আগামী ২ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে ছেলেদের ক্রিকেটের চেয়ে মেয়েদের সুযোগ-সুবিধা অনেক কম এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেটকে মিলাতে চাই না। আমরা যে অত বেশি মেয়েদের পাচ্ছিলাম না, এখন অনেক মেয়েদেরকে আমরা পাব যারা ক্রিকেটে আগ্রহী হবে। দারুণ এই অর্জনে ক্রিকেটে মেয়েদের আগ্রহ অনেক বাড়বে।
এর আগে উক্ত অনুষ্ঠানে বিসিবি সভাপতি শিরোপা জয়ী নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। তিনি জানান, প্রত্যেকে পাবে ১০ লাখ করে। তাতে ১৫ জন খেলোয়াড় পাবেন দেড় কোটি টাকা। বাকি ৫০ লাখ পাবে টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও যে কজন তুলনামূলক বেশি ভালো খেলেছেন। কানাডা থেকে ফিরে টাকাটা মেয়েদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুধু বোর্ড থেকে দুই কোটি টাকাই নয়, জাতীয় দলের পৃষ্ঠপোষক ‘রবি’ প্রমীলা ক্রিকেট দলের সব সদস্যকে দিয়েছে একটি করে আইফোন!
নারী এশিয়া কাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে হার দিয়ে নিজেদের মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর একে একে এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতকে হারায়। এরপর থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে পাকিস্তানকে টপকে স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয়। এরপরের ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। এই শিরোপা জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে (পুরুষ ও নারী) সর্বপ্রথম কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।