চলে গেলেন টেনিস তারকা মারিয়া বুয়েনো
প্রকাশ | ০৯ জুন ২০১৮, ২১:১৬
ষাটের দশকের টেনিস জগতের কিংবদন্তী তারকা ও ধারাভাষ্যকার মারিয়া বুয়েনো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ব্রাজিলের এই তারকা দীর্ঘদিন যাবত মুখের ক্যান্সারে ভুগছিলেন।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল এই নারী টেনিস খেলোয়াড় ১৯৫৯ সালে প্রথম উইম্বলডন শিরোপ জেতেন। ১৯৬০ এবং ১৯৬৪ সালে আরো দুইবার তিনি উইম্বলডন একক শিরোপা জেতেন এবং ১৯৬৫ সালে উইম্বলডন দ্বৈত শিরোপা জেতেন। ১৯৬৫ সালে তিনি ইউএস চ্যাম্পিয়নশিপ শিরোপাও নিজের করে নিয়ে বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়ে পরিণত হন। সে বছর তিনি অ্যাসোসিয়েট প্রেস বেস্ট ফিমেল অ্যাথলেট পুরস্কার জেতেন।
চারবার ইউএস চ্যাম্পিয়নশীপসহ মোট ১৯টি শিরোপা (মেজর টুর্নামেন্ট) জিতেছেন বরেণ্য এই খেলোয়াড়। অথচ কেবল ভালোবাসা থেকেই খেলাটি শিখেছিলেন মারিয়া। কিশোর বয়স পর্যন্ত তার কোনো কোচ ছিল না।
১৯৭৭ সালে খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন।
ষাটের দশকের জনপ্রিয় এই টেনিস খেলোয়াড় গত কয়েক বছর ধরে মুখের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং গত ৫ জুন (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুন (শুক্রবার) তিনি মারা যান।