প্রথমবারের মতো বিশ্বকাপে ‘বলগার্ল’
প্রকাশ | ০৪ জুন ২০১৮, ১৫:১৩
প্রথমবারের মতো রাশিয়া বিশ্বকাপে ‘বলগার্ল’ হিসেবে কাজ করবে মেয়েরা। আগামী ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। সেই ম্যাচে ‘বলগার্ল’ হিসেবে দেখা যাবে আগরিয়াজ ফুটবল ক্লাবের মেয়েদের।
রাশিয়ার অপেশাদার ১৩-১৬ বছরের নারী ফুটবল দলগুলো নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর শর্ত ছিল বিজয়ী দল পুরস্কার ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘বলগার্ল’ হিসেবে উপস্থিত থাকবেন। তাতে বিজয়ীর মুকুট পরে আগরিয়াজ।
তবে ওপেনিং ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে মেয়েরা সেই দায়িত্ব পালন করবেন কি না-তা জানা যায়নি।
উল্লেখ্য, এতদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বল কুড়িয়ে দেয়া ও যোগানের দায়িত্ব পালন করেছেন ছেলেরা। তবে এবার সেই ভূমিকায় দেখা যাবে মেয়েদের। ম্যাচ চলাকালীন বল যোগান দেবেন তারা। আবার বাইরে চলে গেলেও কুড়িয়ে দেবেন তারাই। স্বাভাবিকভাবে নামও পাল্টে গেছে। বল যোগান দেয়া ছেলেদের বলা হতো ‘বলবয়’। ঠিক বিপরীত পদবী পাচ্ছেন মেয়েরা ‘বলগার্ল’।
সাধারণত, বিশ্ব মঞ্চে ‘বলবয়ের’ দায়িত্ব পালন করতেন বিভিন্ন ক্লাবের শিক্ষানবিশ ১৪-১৬ বছরের জুনিয়র ফুটবলাররা। সেই প্রথা ভেঙে প্রথমবার এ দায়িত্বে দেখা যাবে মেয়েদের।