গোপালগঞ্জে নারী কাবাডি টুর্নামেন্ট শুরু
প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৮, ১৫:৪৫
গোপালগঞ্জের সুইমিংপুল অ্যান্ড জিমনেসিয়ামে দুই দিনব্যাপী রোজী জামাল কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে।
২৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হকসহ আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন-অর-রশীদ মিরন।
টুর্নামেন্টে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল, বৈশাখী একাদশ, কাশিয়ানীর সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়, গেটওয়ে মডেল স্পোটিং ক্লাব, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, যুগশিখা স্কুলসহ আটটি দল অংশ নেয়।