‘গোলমেশিন’ নামেই পরিচিত হলেন বাংলাদেশের সাবিনা
প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৮, ২৩:২৯ | আপডেট: ০৬ এপ্রিল ২০১৮, ২৩:৫১
এখন পর্যন্ত ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের সাবিনা খাতুন। আর তাই সতীর্থদের কাছে পরিচিত হয়েছেন ‘গোলমেশিন’ হিসেবে।
প্রথমবারের মত লীগে খেলছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে ডাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। দু দুবার ভিসা বাতিল হলেও শেষ পর্যন্ত ঠিকই উড়াল দিয়েছেন। হতাশা করেননি কাউকেই। সেথু এফসির হয়ে খেলতে নেমে দারুণ পারফর্ম করেছেন বাংলার এই বাঘিনী। ৫ ম্যাচ শেষে তার ঝুড়িতে যোগ হয়েছে ৬ টি গোল।
৬ এপ্রিল (শুক্রবার) নিজেদের পঞ্চম ম্যাচে মেঘালয়ের শিলংয়ে জওহরলাল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী ইন্দিরা গান্ধী একাডেমিকে ৩-১ গোলে হারিয়েছে সাবিনার দল। এই ম্যাচে ৩ টি গোলের মধ্যে দুটিই এসেছে সাবিনার পা থেকে। আর এই জয়ের মধ্য দিয়ে টানা চতুর্থ জয় পেয়ে অপরাজিত রয়েছে সেথু এফসি।
আগামী ১০ এপ্রিল লিগের শেষ ম্যাচে সাবিনার দল মুখোমুখি হবে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের।