অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা
প্রকাশ | ০১ এপ্রিল ২০১৮, ১৮:৫৪
হংকংয়ে জকি ক্লাব নারী ফুটবল প্রতিযোগিতায় এবার স্বাগতিক হংকং কে ৬-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০-১ গোলের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলার কিশোরীরা। দ্বিতীয় ম্যাচে ইরানকেও ৮-১ গোলে ধরাশায়ী করে বাংলাদেশের মেয়েরা। এরপর স্বাগতিকদের হারিয়ে টানা ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তহুরা, শামসুন্নাহার, আনুচিংদের দল।
দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করা তহুরা, ফাইনালেও হ্যাটট্রিক করেন। একটি করে গোল করেন সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনি। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে।
গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেন বাংলাদেশের মেয়েরা। এছাড়া এএফসি আঞ্চলিক টুর্নামেন্টেও দুবার শিরোপা জিতেছে এই কিশোরীরা।